শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রণয়




 

জামিল সুলতান

 

কি এমন তাড়া তোমার
আসতে না আসতেই যেতে চাও
পুলকিত ধ্যানে কাছে এসো-বসবো দু’জনে

রুপালি চাঁদ হৃদপিণ্ডে ধুরু ধুরু বসন্তী কাঁপন
যেনো রাতের মৌনতা
আমার আকাশে মেলেছে বসন্ত পাখা
আজ প্রণয়ের জোছনায় উঠেছে আবেগের জলোচ্ছাস

তটিনীর উথাল-পাথাল মায়া হয়ে
আষাঢ়ী পূর্ণিমায় এসো সবুজ কণ্ঠে
কথা বলি সারারাত

কবিতা!
তুমি হও ভোর-আমি হবো সোনালী রোদ্দুর…।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: