সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাব্যিক প্রেসক্রিপশন




মামুন সুলতান

কাব্যলীনা একটি আধুনিক ওষুধ কোম্পানি
এখানে মনোপ্যাথিক প্রেসক্রাইব করা হয়
এখানকার ডাক্তার স্বদেশী মৃৎবিদ্যালয় থেকে
প্রকৃতি-পুস্তক পড়ে মহৎডিগ্রি নিয়েছেন
এখানে কোন প্রকার জাল সার্টিফিকেট নেই।

কাব্যবিতান এখানে মুদ্রিত ওষুধ পাওয়া যায়
এখানকার সেলসম্যান নজরুল রবীন্দ্রনাথ
অবসরে জীবনানন্দ আসেন মাঝে মাঝে
শুনেছি গীতবিতান সেবনে একবার তিনি
কলেরার মহামারি থেকে সেরে উঠেছেন।

প্যারাকাব্য এটি একটি আধুনিক প্রডাক্টস
আপনার মনের জ্বর সর্দি কাশি মাথাধরা
এমনকি করোনা সহ নানান রোগের একমাত্র পথ্য

সিরাপ ডট বিসর্গ স্বরবৃত্ত তালের ওষুধ
একমাত্র শিশুবিশেষজ্ঞরাই এর প্রেসক্রাইব করেন
শিশুমনের স্বরবিকৃতি ঘটলে এই ওষুধ দিতে হয়
ধমণীর রক্তচাপে এটি পরীক্ষিত পরিপক্ব ব্যবস্থা

কথামাইসিন মনের অবসাদ দূর করে
কাব্যবিকল্প মনের চিকিৎসায় খুবই কার্যকরি
বিচানায় শুয়ে কিংবা চেয়ারে বসে
এই ওষুধ সেবন করা বাঞ্ছনীয়
বিকলাঙ্গ মনেরও উপকার পাওয়া গেছে।

সনেটো ইনজেকশন মনোক্যান্সারে পুশ করা হয়
ডন প্রকৃতির এই ওষুধ সেবনে মাস্তানি সেরে যাবে
আপনার মন ধীরে ধীরে সাগরের মত বড় হবে
এই ওষুধ সেবনে ডাকাত মনস্ক হতে কেউ কেউ
দেশের মহান বুদ্ধিজীবী হয়ে এখন টকশো করেন

উৎকৃষ্ট উর্বরা মাটি আমাদের একমাত্র কাঁচামাল
আপনি ইচ্ছে করলে কাব্যনবিশ হয়ে
আমাদের কোম্পানিতে যোগ দিতে পারেন
বিকেলে এক কাপ চা আর সম্ভব হলে সিঙ্গারা
আপনার আপাদত দৈনিক এনাওন্স
সাথে বৈকালিক আড্ডা একদম ফ্রি

তোমার জীবন সঙ্গী ডাক্তার হলে তুমি নাকি
দিনে রাজরানি রাত্তিরে স্বর্গের অপ্সরী হয়ে যাবে
আমার মত ডাক্তার আর কোথায় পাবে
প্রকৃতি-পুস্তিকা পড়ে আমি কত বড় ডাক্তার হয়েছি
সব অসুখ এখন আমার নিয়ন্ত্রণে
একমাত্র আমিই পারি দিতে সমস্ত মনোবৈকল্যের
আন্তর্জাতিক মানের কাব্যিক প্রেসক্রিপশন।

এখন সিদ্ধান্ত নেও মনের চিকিৎসা নাকি দেহের?

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: