শাহ সুহেল আহমদ:
কোভিড -১৯ সংকটে তিন মাস বিপর্যস্ত হয়ে যাওয়ার পরে অবশেষে ইল দ্যু ফ্রান্স পরিবহণে সোমবার থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বৃহস্পতিবার ২২ শে জুন পরিবহণের দায়িত্বে আঞ্চলিক কর্তৃপক্ষ ইল দ্যু ফ্রান্স মবিলিতি এ ঘোষণা দিয়েছে। তবে পরিবহণে মাস্ক পরা বাধ্যতামূলক রয়েছে
ফ্রান্সে করোনার প্রকট শুরু হওয়ার সাথে সাথে ২৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছিল। মে মাসের শেষে থেকে ধীরে ধীরে এগুলো পুনরায় চালু হতে শুরু করে। আগামি সোমবার থেকে সবগুলো স্টেশন খোলা থাকবে।
সংস্থাটি জানিয়েছে, একই সাথে ট্রেন, মেট্রো ও ট্রাম সোমবার থেকে শতভাগ চলাচল করবে। এবং পরবর্তি নিদের্শ না দেয়া পর্যন্ত পরিবহণে অবশ্যই সকলকে মাস্ক পরতে হবে। নতুবা জরিমানার মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য, স্টেশনগুলোর মধ্যে রিপাবলিক এবং অপেরাসহ বেশ কয়েকটি বড় স্টেশন বন্ধ ছিল।