সিলেট ব্যুরো:
সিলেট বিভাগীয় কমিশনার অফিসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত ১৫ আগস্ট শনিবার বাদ জোহর বিভাগীয় সদর দপ্তর জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।
দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মফিজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফজলুল কবীর, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এছাড়াও বিভাগীয় প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিভাগীয় সদর দপ্তর জামে মসজিদের পেশ ইমাম মোঃ আলমগীর হোসেন।
পরে প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ লোকমান হোসেন মিয়া বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।