মিজান মোহাম্মদ :
জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি ছড়াকার ও সাংবাদিক দেবব্রত রায় দিপনকে স্কলারর্স হোম কর্তৃক হুমকি প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পরিষদ নেতৃবন্দ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে এক প্রতিবাদ বার্তায় জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা সভাপতি ছড়াকার অজিত রায় ভজন ও সাধারণ সম্পাদক কবি মিজান মোহাম্মদ বলেন, স্কলারর্স হোম কর্তৃপক্ষ এই দুর্যোগময় সময়ে অভিভাবকদের বেতন প্রদানের নোটিশ দিয়ে অমানবিক আচরণ করেছে। আর সেই সংবাদ পরিবেশন করে সাংবাদিক দেবব্রত রায় দিপন তার পেশাগত দায়িত্ব পালন করেছেন।
নেতৃবন্দ আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনে তাকে হুমকি মুক্ত সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ। তারা অবিলম্ভে স্কলার হোম কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহবান জানান।