সোমবার, ২৯ মে ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকায় সাংবাদিককে কুপিয়ে হত্যা




ঢাকা ব্যুরো:

ঢাকার ধামরাইয়ে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয়েছে বিজয় টিভির স্থানীয় প্রতিনিধি জুলহাস উদ্দিনকে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে তার দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী শাহীন মিয়া ও সহযোগী মোয়াজ্জেমকে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। ব্যক্তিগত কাজ শেষে ঢাকা থেকে ফেরার পর বারবাড়িয়া বাসস্ট্যান্ডে পেছন থেকে দুই ব্যক্তি জুলহাসের গলায় ছুরিকাঘাত করে বলে জানিয়েছে স্থানীয়রা।

তারা আরও জানায়, এসময় জুলহাস দৌঁড়ে নিজেকে রক্ষার চেষ্টা করলেও কিছুদূর গিয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। ওই দুই ব্যক্তি আবারও তাকে কোপায় এবং ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা ওই দু’জনকে আটক করে পুলিশে দেয়।

এরপর আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জের সদর হাসপাতালে পাঠালে জুলহাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্রও।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: