নেই তোমার স্বাধীনতা
আবুল কালাম তালুকদার
বালিকা, দেখে শুনে পথ হেটো
সাবধানে এগিয়ো সম্মুখ পানে
তোমার অদেখা আড়ালে আবডালে
চুপি সারে লুকিয়ে আছে
কিছু হিংস্র, নারী লোভী হায়েনা শকুন।
বালিকা, তোমার অপেক্ষায় বসে আছে
তোমাকে নষ্ট করার মহা উৎসবের
আজ এখানে এ দেশের নেই কোথাও তোমার স্বাধীনতা