বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বদরুজ্জামান জামান’র রামাদ্বান দিনের পঞ্চপদী




রামাদ্বান দিনের পঞ্চপদী
বদরুজ্জামান জামান
.
ক্ষমা প্রাপ্তির বাসনা
.
করুণার দ্বার সব খোলা হলো আজ
ক্ষমার বার্তা হাঁকছেন রাজাধিরাজ ।
পাপীতাপি আছো যতো-
যতো পারো চাও ততো ,
ক্ষমা প্রাপ্তির বাসনায় সাজো আজ।
……
এসো ক্ষমার রাজ্যে
.
বন্ধ আজ নরকের সকল দুয়ার ,
বন্দি শয়তান, বন্ধ সকল খোয়াড়।
অপার করুণারাজ-
হাঁকছেন শোন আজ।
এসো ক্ষমার রাজ্যে। উন্মুক্ত দুয়ার।
….
উপোস যাপন
.
সংযত সংযম উপোস যাপন
দীনহীনেরে আজ করে নাও আপন ।
হিংসা-বিদ্বেষ পাপ-
স্মরে হোক অনুতাপ।
উপাসনা মগ্ন হোক জীবন যাপন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: