সোমবার, ২৯ মে ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

ইতালীতে দীর্ঘ আট বছর পর বাংলাদেশ থেকে কৃষি ভিষায় শ্রমিক আসবে




মিনহাজ হোসেন, ইতালী থেকেঃ

অনিয়মিতদের বৈধতার দেবার পর এবার ইতালি সরকার স্পনসরের মাধ্যমে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৩১ হাজার শ্রমিক নেবার সিদ্ধান্ত ঘোষণা করেছে। তবে কাজের ক্ষেত্রগুলো সীমিত থাকায় এবার খুব অল্প সংখ্যক বাংলাদেশী দেশটিতে আসার সুযোগ পেতে পারে। বাংলাদেশসহ ইউরোপের বাইরের দেশগুলো থেকে ইতালি সরকার বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ হাজার ৮৫০ জান শ্রমিক নেবার সিদ্ধান্ত ঘোষণা করেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনলাইনে আবেদন পত্র পূরণের কাজ শুরু হয়েছে। তবে আগামী ২২ এবং ২৭ অক্টোবর ক্লিক ডে নির্ধারণ করা আছে।

এই দুই তারিখের পরেও আবেদন পাঠানো যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১৯৯০ সাল থেকে শুরু হয়ে ২০১২ সাল পর্যন্ত কয়েক বছর পর পর স্পনসর ঘোষণা করে আসছিল ইতালির সরকার। দীর্ঘ ৮ বছর পর করোণা কালে দেয়া এই স্পন্সরকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা তারা দালালদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন, উল্লেখ করা শ্রমিকদের মধ্যে ১৮ হাজার আসতে পারবেন মৌসুমী কাজের ভিসায়। সাধারণত কৃষি কাজের জন্যই মৌসুমী ভিসা প্রদান করা হয়ে থাকে। মেয়াদ শেষে তাদেরকে ফেরত যেতে হবে। এছাড়া মাত্র ৬ হাজার শ্রমিক আসবেন কাজ নিয়ে,-যারা পরবর্তীতে ইতালিতে বৈধতা পাবেন। বাকিরা অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র সেক্টরের জন্য। এছাড়া পর্যটন সেক্টর, পরিবহন শ্রমিক এবং আবাসিক হোটেল শ্রমিকও রয়েছেন। দীর্ঘ আট বছর পরে হলেও বাংলাদেশের কোটা থাকায় বাংলাদেশীরা ইতালীতে আসতে পারবে, এই সুযোগ দেশের জন্য অনেক সুফল বয়ে আনবে এমটাই প্রত্যাশা করছেন অনেকে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: