ধর্ষিত বাংলাদেশ
লোকমান আহম্মদ আপন
ধর্ষিত বোন, ধর্ষিত মা ধর্ষিত আজ দেশ
গদীর লোভে দেশকে তুমি করে দিলে শেষ।
তোমার পরিবারের সবাই নিরাপদে আছে
জনগণের গুরুত্ব নেই তাইতো তোমার কাছে।
তোমার পোষা ককুরগুলো যা ইচ্ছে তাই করে
তুমি আছো নিরাপদে জনতার ঐ ঘরে।
সিকিউরিটি ছাড়া তুমি বেরিয়ে দেখো পথে
কোনভাবেই পার পাবেনা কুকুরগুলো হতে।
তোমার হিংস্র কুত্তাগুলো কেবল খোঁজে খেপ
তোমাকেও ছাড় দেবেনা, করে দেবে র্যাপ।
চারদশকের আগের ক্ষতির বিচার করতে পারো
আমজনতার ক্ষতির কথা ভাব না একবারও।
তুমি কিংবা তোমার পরিবারের কিছু হলে
ইচ্ছেমত করতে বিচার, উঠতে তুমি জ্বলে।
আমজনতা কোন ক্ষতির পায়না সঠিক বিচার
তুমি হলে সব আকামের দেশের প্রধান টিচার।
পুনশ্চ :
তোমার প্রতি আমজনতার হচ্ছে ঘৃণা বর্ষিত
তুমি কিংবা তোমার মেয়ে এখন হলে ধর্ষিত
ভুক্তভোগি মানুষগুলো হবে অ নে ক হর্ষিত।
প্যারিস, ফ্রান্স।