রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

বঙ্গবন্ধুকে নিবেদিত একগুচ্ছ ছড়া




বঙ্গবন্ধুকে নিবেদিত একগুচ্ছ ছড়া
লোকমান আহম্মদ আপন

শেখ মুজিবের মুখ

যখন আমি বুক ভরে নেই
স্বাধীন দেশের হাওয়া
স্বর্গ সুখের চাইতে বেশি
সুখটাকে হয় পাওয়া।
এমনতরো সুখটা এনে
দিলো মুজিবর
তাঁর কারণেই স্বাধীন দেশে
হয় প্রতিদিন ভোর।

যখন আমি মায়ের ভাষায়
হেসে কথা বলি
কিংবা গাঁয়ের ধূলিমাখা
মেঠোপথে চলি
স্বর্গ সুখে ভরে উঠে
তখন আমার বুক
কৃতজ্ঞতায় চোখে ভাসে
শেখ মুজিবের মুখ।

শোধরে দিও

ভালো মনের ভালো মানুষ
মুজিব তোমায় বুকে রাখে
ধান্ধাবাজ আর ভন্ড নেতায়
তোমায় শুধু মুখে রাখে।

সাধারনে মুজিব তোমায়
প্রাণের চেয়ে ভালোবাসে
মুখে তোমার নামটি নিয়ে
ধান্ধাবাজে কেবল হাসে।

হাসার কারণ- নামটি তোমার
ধান্ধা করার দাবার গুটি
আজকে তারাই বড় নেতা
দুর্নীতিবাজ চুনোপুটি।

তুমি কিংবা তোমার মেয়ে
একজনও নয় তাদের প্রিয়
পারলে মুজিব মেয়েটাকে
ওপার থেকে শোধরে দিও।

তোমার অভাব

মুজিব তোমার পবিত্র সেই
মুজিব কোটের ভিতর
আজ লুকানো স্বার্থলোভী
দূরন্ধর আর ইতর।

ইতরেরা তোমার নামে
যা ইচ্ছে তাই করে
নামটি তোমার কলংকতে
দিচ্ছে তারা ভরে।

মুজিব তোমার নাম ভাঙ্গিয়ে
হচ্ছে অপকর্ম
কিন্তু মুজিব সরলতাই
ছিলো তোমার ধর্ম।

তোমার নাম আর দলটা আছে
আদর্শ আর নাই
তোমার অভাব বাংলাদেশের
সবখানেতে পাই।

প্যারিস, ফ্রান্স

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: