রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

লোকমান আহম্মদ আপন এর প্রেমের কবিতা




প্যারিসের নীলপদ্ম

আমি অনেক সফল এবং স্বার্থকভাবে বেঁচে আছি। যে কেউ এসে
দেখে যেতে পারো। বাংলার জমিনে কোথাও আমি নীলপদ্ম দেখিনি। নীলপদ্মের খুঁজে
হাজার হাজার মাইল হেটেছি। চষে বেড়িয়েছি পৃথিবীর নানা প্রান্ত। খুঁজতে খুঁজতে অবশেষে
ক্লান্ত, শ্রান্ত, রিক্ত ও অবষন্ন হয়ে ভালোবাসার নগরী প্যারিসে এসে যখন থেমেছি
তখনই স্বপ্নে এবং বাস্তবতায় দেখা পাই আমার স্বপ্নের নীলপদ্মের। টগবগে দুটো নীল চোখ
দুটো নীলপদ্ম হয়ে আমার নীলপদ্ম দেখার সাধ মিটিয়েছে।

প্যারিস,
তুমি সত্যিই ভালোবাসার নগরী। প্রিয়তমা মানুর নীলচোখ আমার স্বপ্নের নীলপদ্ম
দেখার সাধ মিটিয়েছে।
মানুর নীলচোখ না দেখলে ভালোবাসার নগরী প্যারিস, সেটা
কিছুতেই বিশ্বাস হতোনা আমার। আমি
অনেক সুখে বেঁচে আছি। দুটো নীল চোখ, দুটো নীলপদ্ম হয়ে আমাকে
সর্বদা স্বর্গীয় ভালোবাসায় ভরিয়ে রেখেছে। আমি
অনেক সুখে বেঁচে আছি। যে কেউ
এসে দেখে যেতে পারো।

প্যারিস, ফ্রান্স

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: