রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

লোকমান আহম্মদ আপন এর প্রতিবাদী ছড়া : শ্রমিকেরা মানুষ হলে




(বর্বর পুলিশ কর্তৃক চট্টগ্রামে শ্রমিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ)

দামি বুলেট সস্তা বুক
চালিয়ে গুলি পাচ্ছে সুখ
শ্রমিক, মোটেও মানুষ নয়
শ্রমিক, পশু পাখি হয়,
শ্রমিকেরা মানুষ হলে
এমনি করে গুলি চলে?

শ্রমিকেরা মানুষ হলে
সকল শ্রমিক উঠতো জ্বলে
ভাইয়ের রক্তে রাঙা হাত
ভেঙে দিতো কালো দাঁত,
শ্রমিকেরা মানুষ হলে
উঠতো জেগে দলে দলে,

শ্রমিকেরা মানুষ হলে
ঠিকই তারা উঠবে জ্বলে।

১৭ এপ্রিল ২০২১, প্যারিস, ফ্রান্স

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: