বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বদরুজ্জামান জামান’র একগুচ্ছ ‘হাইকু’




১.
আঁধার রাত
ঝাপসা আঁখি মেলে
দেখি পূর্ণিমা।

২.
মুক্ত বাতাস
জীবাণুর দৌরাত্ম
বিহঙ্গ মন।

৩.
করোনা ঘোর,
পত্র পল্লব বৃক্ষ
স্বপ্ন রঙিন।

৪.
রৌদ্র ছায়ায়
উড়নচন্ডী মন
খা খা দুপুর।

৫.
দেহ জলজ
মনোলোভা চোখে সে-
দেখে ফাগুন।

.
যে অপেক্ষায়
তার হাতের ফুলে
মৃত্যু ব্যাকুল ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: