ভালোবাসা ভালোবাসি
(ফাহমিদা কে নিবেদিত)
আবুল কালাম তালুকদার
সুখ জগতের অনন্ত কালের সঙ্গী তুমি
খুঁজে পেয়েছি তোমায় শেফালি’কা বনে
ভারী ভালোলাগে তোমার হংসী ভালোবাসা।
তুমি আছো তাই
অন্ধকারে সুখ নক্ষত্র পৃথিবী দেখি
দুঃখকে মনে হয় সুখের দিন
দেখি মেঘের ভেতর রোদ্র বসন্ত।
ভারী ভালোলাগে
ভাবতে তোমার প্রেমময় নারী মুখ
তুমি আছো বলেই
ভালোবাসা এতো ভালোবাসি। ৪ জুন ২০০৭
সিলাম, সিলেট।