রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

মোহাম্মদ আব্দুল হক এর কবিতা ‘আমি-ই রোদ্দুর’




আমি-ই রোদ্দুর 

মোহাম্মদ আব্দুল হক 
সকালের রোদ চোখে মাখাবো বলে
আমাকে ছাদে উঠিয়েছি
দুই হাতের মুঠোয় ভরে
চোখে মুখে রোদ মাখিয়ে নিয়েছি।
আমি রোদ হতে চাইলাম।
উপরে নীল আকাশে তাকাই
আকাশ রোদ মাখা ঠোঁটে হেসে উঠে।
মনে হলো আমি-ই রোদ্দুর
আমি যেনো রোদ হয়ে গেছি।
চিল রোদ মাখবে, ডানা মেলেছে আকাশে
উড়ন্ত চিল হবো বলে আমি স্বপ্ন বাড়ালাম ,
চিল আরও উপরে উড়ে গেল আকাশের নীলে।
আমি চিলের সাথে স্বপ্ন ছুটিয়ে দিলাম
উড়ন্ত চিলের পিঠে ডানায় স্বপ্ন চড়িয়ে দিলাম।
সকাল সুন্দর রোদ সুন্দর
সুন্দর চিল সুন্দর নীল আকাশ
আমি সুন্দর ভালোবাসতে শিখলাম ,
সুন্দরের জয়গান গাইতে শিখলাম
চোখে মুখে পিঠে রোদ মাখালাম,
রোদ মাখাতে এসে দেখি
আমি-ই রোদ্দুর হয়ে গেছি।
এই ভিষিথে সব ধ্বনি প্রতিধ্বনিত হয়
সুন্দর ছুঁড়ে দিলে সুন্দর ফিরে আসে।
এই পৃথিবীতে সবকিছুর প্রতিক্রিয়া হয়
অসুন্দর ছুঁড়ে দিলে অসুন্দর ফিরে আসে
অসুন্দর চিন্তা কথা ইঙ্গিত আর ভঙ্গি
দিনে দিনে রয়ে যায় উত্তরাধিকারের সঙ্গী।।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: