মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি:
রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস, রোজার সবচেয়ে বড় অর্জন আল্লাহর সন্তুষ্টি লাভ। পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযমের এই মাসে ভ্রাতৃত্বের অটল সম্পর্ককে বাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বাংলাদেশ কমিউনিটির সম্মানে প্রতি বছরের ন্যায় এবারও ইতালিস্হ চট্টগ্রাম সন্দ্বীপ বাসীর উদ্যোগে এক মহতি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোমের তরপিনাত্তারা জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সন্দ্বীপের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে দেশ ও প্রবাসে বসবাসরত সকলের শান্তি সুস্ব্যাস্থ ও দীর্ঘায়ু কামনা করে এবং পরলোকগত সকল মুমিন মুসলমানের আত্মার শান্তি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন।