সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

মা হওয়া মুখের কথা নয়, অকপট মিথিলা




মাতৃত্ব যেমন আনন্দের, গর্বের, সময় বিশেষে যেন বিড়ম্বনারও। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে আবারও সেকথা জানান দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

অভিনেত্রী লিখেছেন, মা হওয়ার অনেক জ্বালা। অসুস্থতার সময়েও মায়েদের বিশ্রাম নেওয়ায় যেন অলিখিত নিষেধ। কেউ হয়তো কিছুই বলবেন না। বলবে না তার সন্তানও। তবু অজানা অপরাধ তাকে দিয়ে হাজার অসুস্থতার মধ্যেও কাজ করিয়ে নেয়। মিথিলা বুঝেছেন, মাতৃত্ব দায়িত্ব নিতে শেখায়। মাতৃত্ব যন্ত্রণাও দেয়।

জ্বরে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবু বিশ্রাম নেই তার। কারণ ঘরে একমাত্র সন্তান আয়রা। একা বাড়িতে মেয়েকে নিয়ে থাকছেন তিনি। যদি ঘুমিয়ে পড়েন, কে খেতে দেবে মেয়েকে? কে-ই বা তার পড়াশোনা দেখাবে? এই ভাবনাতেই বিশ্রাম নিতে পারছেন না তিনি। এ কারণে সামাজিক মাধ্যমে এমন পোস্ট দিয়েছেন তিনি।

রোববার সকাল থেকেই মাতৃত্বের বন্দনায় মেতেছে বিশ্ব। মা দিবসে মিথিলা শ্রদ্ধা জানিয়েছেন সেই সব মায়েদের, যারা প্রতি মুহূর্তে নিজেদের অস্তিত্ব বুঝতে না দিয়ে সংসার টেনে চলেছেন নীরবে। মিথিলার চোখে প্রত্যেক মা ‘মাল্টিটাস্কার’ হতে বাধ্য! কারণ, তাদের কাছে অন্য কোনও উপায় নেই।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: