বাংলাদেশে দেখতে পাই
লাড়ি বেটির আঠারো হাই
বিধবার স্বামী সবাই।
ভাবতে দাদা কেমন লাগে
নির্বাচনের আগে আগে
প্রতিবারই ইঁদুরেরা
দৌড়ে আসে বিমান চেপে
দামী দামী কথা বলে
ভাব নিয়ে খুব মেপে মেপে।
লাড়ি বেটির তাতে কি?
ক্ষমতা তার হাতে কি?
বাড়ির পাশের বড় হাই
তার যে স্বামী, তার যে ভাই
তাদের দয়ায় লাড়ি হায়
কেবলই পার পেয়ে যায়।
অন্য মোড়ল ইঁদুরেরা
কেবল আসে কেবল যায়
লাড়ির দেশের লাড়ি বেটি
যায় যে থেকে ক্ষমতায়।