রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

প্যারিসে সলিডারিতে আঁজি ফ্রান্স (সাফ)’র আনন্দ ভ্রমণ




শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স):

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের জনপ্রিয় এসোসিয়েশন সলিডারিতে আঁজি ফ্রান্স (সাফ)’র আনন্দ ভ্রমণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ আগস্ট) ফ্রান্সের অন্যতম পর্যটন কেন্দ্র ‘ফেক্যাম্প’ সমুদ্রে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৬ টায় প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর থেকে ১টি বাস ও কয়েকটি কারযোগে শতাধিক ভ্রমণ পিপাসুদের নিয়ে প্যারিস থেকে ২২১ কিলোমিটার দূরে অবস্থিত ফেক্যাম্প (Fécamp) নামক সমু্দ্রের উদ্দেশ্যে শুরু হয় পথচলা।
যাত্রাপ্রাক্কালে সাফ’র প্রেসিডেন্ট নয়ন এনকে উপস্থিত সকল অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরবর্তীতে সাফ’র সকল সদস্যদের পরিচয় পর্ব সম্পন্ন হয়। এরপর সাফ’র সদস্য শাহিন আহমেদ উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে সাফ’র কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন বিষয়াদির পাশাপাশি সংগঠনের বর্তমান উল্লেখযোগ্য কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

সারাদিন ‘ফেক্যাম্প’ সমুদ্রের স্বচ্ছ নীল জল আর প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য উপভোগের পাশাপাশি পানিতে সাঁতার কাটা, বিভিন্ন রকমের খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, গান, কবিতা-আড্ডায় মেতে উঠেন সবাই। এরপর বিকেলে সমুদ্র তীরে আনন্দসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সুন্দর আয়োজনের জন্য আনন্দ ভ্রমণের আয়োজক সাফ’র প্রেসিডেন্ট নয়ন এনকে’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারি অতিথিবৃদ। একইসঙ্গে তাঁর শুভ জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান সমবেত সকলেই।

আয়োজনে অগ্রণী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারি সাফ সদস্য জাহান শাম্মি বলেন, পরবাসের যান্রিক জীবন থেকে একখণ্ড অবসর পেতে ইট পাথরের শহর ছেড়ে যাওয়া অতিথিদের ফেক্যাম্প (Fécamp) সমুদ্র ও নয়নাভিরাম সৌন্দর্য কিছুক্ষণের জন্য হলেও বিমোহিত করেছিল। সবাই ছিলেন উচ্ছ্বসিত, মুক্তমনা উড়ন্ত পাখির মতো।

সাফ’র সদস্য মামুন হাসান বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ-আড্ডা আর বিনোদনে সুন্দর একটি দিন উপভোগ করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত।
আনন্দ ভ্রমণ অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও নিরাপদে সম্পন্ন হওয়ায় ভ্রমণে অংশগ্রহণকারি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন জানিয়ে আয়োজক সংগঠন সাফ’র প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, মানসিক প্রশান্তির পাশাপাশি ভ্রমণ মানুষের জ্ঞানের পরিধি অনেকখানি বাড়িয়ে দেয়। তিনি বলেন, নিজেকে জানার জন্য প্রকৃতির কাছে যাওয়া আমাদের জন্য খুবই জরুরি।
তাই, প্রতিবছর আরো বর্ধিত পরিসরে এরকম আনন্দ ভ্রমণের আয়োজনে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: