শনিবার, ১৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাক্রোঁর মুখে স্ত্রীর হাত! ভাইরাল ফ্রান্সের প্রেসিডেন্ট




বাংলা টেলিগ্রাম ডেস্ক:

এক নজরে মনে হতে পারে, এটি একটি সাধারণ দম্পতির খুনসুটি। কিন্তু যখন বিষয়টি ঘটে একজন দেশের প্রেসিডেন্টের সঙ্গে — তাও আবার ক্যামেরার সামনে — তখন সেটি হয় আন্তর্জাতিক আলোচনার খোরাক।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তাঁর স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ বিমান থেকে নামার সময় মুখের দিকে হাত দিয়ে কিছুটা ধাক্কা দেন। ঘটনাটি ঘটে ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের শুরুতে।

ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি বিমান থেকে নামার সময় এক মুহূর্তে ব্রিজিত তাঁর স্বামীর মুখে হালকা ধাক্কা দেন বা সরিয়ে দেন — যেটিকে কেউ কেউ ‘চড়’ বলেও ব্যাখ্যা করছেন।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই হাস্যরসের সঙ্গে বিষয়টি নিয়েছেন, আবার কেউ কেউ এ নিয়ে নানা জল্পনাও করছেন। প্রেসিডেন্টের দপ্তর (Élysée Palace) অবশ্য জানিয়েছে, এটি ছিল একটি মজার মুহূর্ত এবং দম্পতির মধ্যে স্বাভাবিক হাসি-ঠাট্টার অংশ।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা রাজনীতি নয়, বরং মানুষজনের “ভিআইপি কৌতূহল”কে কেন্দ্র করে তৈরি হওয়া এক সামাজিক ট্রেন্ড।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: