নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান শাহ্ গ্রুপ ও মির্জা গ্রুপের যৌথ উদ্যোগে (১ অক্টোবর) দুপুর ২ টায় ফ্রান্স-বাংলাদেশ প্রিমিয়ার লীগ (এফবিপিএল)-২০২৩ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
ফ্রান্স ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় DREUX (26 Rue de la Muette 28100 Dreux ) ক্রিকেট গ্রাউন্ডে এ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় MITRY CRICKET CLUB (MITRY) ও PARIS UNIVERSITY CLUB (PUC)- অংশগ্রহণ করবে।
আয়োজিত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপভোগ করার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন শাহ্ গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ্ আলম) ও মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজহারুল। এছাড়া বিশেষ প্রয়োজনে যোগাযোগ : আহমেদ জুবাইদ- 07 85 74 43 22, মশিউর রহমান (কাজল) 0758514154 নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।