শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

ফ্রান্সে অভিবাসী আইনের নতুন নিয়ম শীর্ষক সাফ’র সেমিনার




শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স)

সলিডারিটিতে আজি ফ্রান্স (সাফ)’র উদ্যোগে “ফ্রান্সে অভিবাসী আইনের নতুন নিয়ম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্যারিসের রিপাবলিকের একটি হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সাফ সদস্য মামুন হাসানের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে অভিবাসী আইনের নতুন নিয়মের বিভিন্ন দিক তুলে ধরে পর্যালোচনাপূর্বক পরামর্শমূলক বক্তব্য রাখেন, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি আইনজীবী আকাশ হেলাল ও সলিডারিটিতে আজি ফ্রান্স (সাফ)’র প্রেসিডেন্ট প্রফেসর নয়ন এনকে।
এসময় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তাগণ।

সেমিনার আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন, সাফ’র সেচ্ছাসেবী মামুন হাসান, এমডি তাওহিদ আহমদ, শাহীন আহমদ, রুমন আহমদ ও আব্দুল হান্নান ইমন প্রমুখ।

মূলতঃ সম্প্রতি ফরাসি সংসদে অভিবাসীদের নতুন আইন বিলটি পাশ হওয়ার ফলে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দেয়। অনেকের মতে- এ নতুন আইনের ফলে অভিবাসীদের জীবন-যাপন আরো কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে স্বাস্থ সেবা, কাজের বিনিময়ে নিয়মিত হওয়ার সুবিধা, অফ্ররা থেকে রিজেক্ট হওয়ার পর সিএনডিএ-তে আবেদনের ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত যা একজন বিচারক দিয়ে নিষ্পত্তিকরণ, পরিবার পুনর্মিলনে ভিসা প্রদানে ভাষা দক্ষতার সনদ বাধ্যতামূলক করা, যেসকল ব্যক্তি দেশ ত্যাগের নোটিশ তথা অকুথেপ পাবে তাদেরকে দ্রুত দেশে ফেরত পাঠানোসহ বেশ কিছু বিষয়। যা চূড়ান্ত পর্যায় পাশ হলে অভিবাসীদের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: