নিজস্ব প্রতিবেদক :
সামাজিক সলিডারিটিতে আঁজি ফ্রান্স (সাফ)’র স্বেচ্ছাসেবক ও সদস্য রেজিষ্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত রবিবার প্যারিসের রিপাবলিকের একটি হলরুমে এক আলোচনা ও পরিচিত সভার আয়োজন করা হয়।
সভায় সাফ’র লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যক্রমের বিভিন্ন দিক আলোকপাত করে বক্তব্য রাখেন সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি আইনজীবী আকাশ হেলাল। এসময় উপস্থিত ছিলেন সাফ সদস্য তাওহিদ আহমেদ, রুমন আহমদ, মামুন হাসান, শাহীন আহমদ, আব্দুল হান্নান সাম্মী আক্তার।
সাফ প্রেসিডেন্ট এনকে নয়ন বলেন, মূলতঃ অভিবাসী ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে আমরা কাজ করে থাকি। সেবা প্রদানে আমাদের এসোসিয়েশনের কার্যক্রমকে আরো বিস্তৃত করতে স্বেচ্ছাসেবক ও সদস্য রেজিষ্ট্রেশন কার্যক্রমের এই উদ্যোগ।