ডেস্ক নিউজ :
একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী ও লেখক ড. নুরুন নবী’র বর্ণাঢ্য জীবনকর্ম নিয়ে নাদিম ইকবাল নির্মিত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রামাণ্যচিত্র “ড. নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা” প্রদর্শনী হবে প্যারিসে। আগামি ২৮ জুলাই রবিবার সন্ধ্যা ৬ টায় প্যারিসের Cinéma Le Brady এটি প্রদর্শিত হবে।
সাহিত্যের ছোটোকাগজ স্রোত’র আয়োজনে ও অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য প্রদর্শনীতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
প্রামাণ্যচিত্রটি আমেরিকা, কানাডা, লন্ডনসহ পৃথিবীর বিভিন্ন স্থানে প্রদর্শিত হচ্ছে। প্যারিসের প্রদর্শনীতে আসন সংরক্ষণের জন্য zamanbodrul@gmail.com অথবা ০৬৫২৩৮০৪৪২ এই নাম্বারে যোগাযোগ করার অনুরুধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ড. নুরুন নবী কোলগেটের পণ্য ‘কোলগেট টোটাল’-এর সহ-উদ্ভাবক এবং বুলেটস অব ৭১ – অ্য ফ্রিডম ফাইটার’স স্টোরি বইয়ের লেখক। ১৯৭২ সালের ৬ মে ‘ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ’ সাময়িকী মুক্তিযুদ্ধে দুঃসাহসী ভূমিকার জন্য জন্য তাকে টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনীর ‘দ্য ব্রেইন’ বলে উল্লেখ করে।