নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ প্রতীক্ষার পর ইউরোপে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদিকদের নিয়ে ইউরোপের দেশ অস্ট্রিয়া হতে সরকারী ভাবে রেজিষ্ট্রেশন করা সাংবাদিক সংগঠন ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর ভার্চ্যুয়াল সভা গত ১৭ ই অক্টোবর রাতে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের উপস্থিতিতে আংশিক কমিটি গঠন করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে ইউরো বাংলা টাইমস এর প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমান ( অস্ট্রিয়া ) কে প্রধান উপদেষ্টা , চ্যানেল আই এর হাবিবুর রহমান হেলাল ( জার্মানি ) যমুনা টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার এসকে এমডি জাকির হোসেন সুমন ( ইতালি ) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি আগামী দুই বছর মেয়াদের জন্য সিদ্ধান্ত গৃহিত হয় । সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে শুরু করা হয়। অস্ট্রিয়া হতে প্রবীন সাংবাদিক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও গ্রিস হতে জহিরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় পূর্নাঙ্গ কমিটি গঠন , ইউরোপে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা ও করনিয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সে সময় সংগঠন কে এগিয়ে নিতে নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন , প্রবাস বিডি নিইজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ রিয়াজ ইতালি, এসকে এমডি জাকির হোসেন সুমন , যমুনা টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠ ইতালি , মোহাম্মদ উল্লাহ সোহেল বাংলা ভিশন, ইতালি
নাজনীন আখতার আইঅন টেলিভিশন বিশেষ প্রতিনিধি ইতালি , ফাহিম আহমেদ মুন্না মাইগ্রেশান বাংলা টেলিভিশন ইতালি , এমডি শরিফুল ইসলাম টগর রাজধানী টেলিভিশন ইতালি ,
মাহবুবুর রহমান , সম্পাদক ও প্রকাশক ইউরো বাংলা টাইমস , অস্ট্রিয়া
জিয়াউর রহমান খান সোহেল , স্বদেশ বিদেশ ব্যাুরো প্রধান ইতালি ও চ্যানেল ইউরোপ এর মনফালকনে প্রতিনিধি
কামরুজ্জামান ভূইয়া ডালিম , এস এ টেলিভিশন গ্রিস ,
মোহাম্মদ তাহির হোসেন , দৈনিক মানবকন্ঠ পর্তুগাল
জহিরুল ইসলাম মুন, যমুনা টেলিভিশন পর্তুগাল ,
ইসমাইল হোসেন স্বপন দৈনিক কালবেলা ইতালি ও এনটিভি ভিসেন্সা প্রতিনিধি
খন্দকার মেহেনেজ পরমা , বিডি নিউজ ইউরোপ গ্রীস
নজরুল ইসলাম বিপ্লব , জার্মানি কবীর আহমেদ টিভি ওয়ান ইউকে অস্ট্রিয়া।