রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

ইউনেস্কো হেডকোয়ারে ২ দিনব্যাপি ‘ইন্টারন্যাশনাল পিচ কনফারেন্স’ সম্পন্ন




নিজস্ব প্রতিবেদক:

রয়্যাল থাই এম্বাসী , প্যারিস ও আন্তর্জাতিক সংগঠন The World Fellowship of Buddhist ( the WFB) কর্তৃক UNESCO হেডকোয়াটারে ২ দিনব্যাপি থাইল্যান্ডের ৬য্ঠ রাজা রামার স্মরণে International Peace Conference-2024- র আয়োজন করা হয়।

গত ২৮ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত কনফারেন্সের মূল থীম ছিল: সকল ধর্মের রাজকীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষার মাধ্যমে শান্তির অব্যাহত টেকসই সমাজ গঠন।
সন্মেলনে প্যানেল ডিসকাশনে মডারেটর ছিলেন- H.E. Mrs. Denise Houphouet Boigny ( Côté d’Ivoire) , আলোচক ছিলেন – Prof. Jean-Noel Loucou, Mr. Jean-Francois Collignon, Prof. Siyan Jin, UNESCO’র Mr. Ny Toky Andriamanjato ও H.E. Mr. Ahmad Jalali প্রমূখ।

সন্মেলনে সন্মেলনে বক্তব্য রাখেন- ইউনেস্কোর সেক্রেটারী জেনারেল, ইউনেস্কোর এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারপারসন, নাইজেরিয়া, কেনিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড- এর রাষ্ট্রদূত, WFB, WFBY- র প্রেসিডেন্ট এবং জাপান, চীন, কম্বোড়িয়া, ভিয়েতনাম , লাউস ও দক্ষিন কোরিয়ার WFB- র ভাইস প্রেসিডেনিটগণ।
উক্ত সন্মেলনে প্রতিনিধি হিসাবে যোগদান করেন- থাইল্যান্ড, জাপান, চীন, কম্বোডিয়া, দক্ষিন কোরিয়া, ভিয়েতনাম , থাইওয়ান, লাউসের বিপুল সংখ্যক এবং নাইজেরিয়া, ভারত, জার্মানী, বেলজিয়াম , ইংল্যান্ড , মায়ানমার, সুইডেন, মালয়শিয়া, ইন্দোনেশিয়াসহ বাংলাদেশ থেকে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রফেসর সুমেধানন্দ মহাথের মহোদয় এবং ফ্রান্স- এর ইন্টারন্যাশনাল বুড্ডিষ্ট কাউন্সিলের প্রেসিডেন্ট মি. সীবলী বডুয়া প্রমূখ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: