নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি রাজনৈতিক সংকটে উত্তাল গোটা ফ্রান্স। টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে ফ্রান্সে। দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ব্যবস্থার উপর গুরুতর প্রভাব পড়েছে। মাত্র তিন মাস হয়েছিল মিশেলের প্রধানমন্ত্রী পদে বসা। এরইমধ্যে ভোটে হেরে যাওয়ায় তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। তবে এমন পরিস্থিতিতে শক্ত হাতে হাল ধরতে চাইছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ইতিমধ্যেই তিনি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করার কথা জানিয়েছেন।
এই নিয়ে ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী দিনে তিনি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। তবে ঠিক কবে ঘোষণা করবেন-সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তার (ইমানুয়েল ম্যাখোঁ) প্রেসিডেন্ট পদে থাকা নিয়ে বিরোধী দলগুলোর ঘোর আপত্তি রয়েছে। তাদের দাবি অবিলম্বে পদত্যাগ করা উচিত তাকে। কিন্তু তিনি বিরোধীদের বার্তা দেন, তিনি এই পদেই থাকবেন। তিনি পদত্যাগ করবেন না এবং ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ অনুযায়ী ক্ষমতায় থাকবেন।
তবে নতুন প্রধানমন্ত্রী কে হতে চলেছে তা নিয়ে এখনও কিছু বলেন নি ম্যাখোঁ। তিনি শুধু জানিয়েছেন, ‘আপাতত আমাদের এখন ২০২৫ সালের বাজেটের ওপর মনোনিবেশ রয়েছে। বাজেট ছাড়া অন্যকিছু নিয়ে ভাবছি না। নতুন প্রধানমন্ত্রীর নাম সময় এলে ঘোষণা করা হবে।’
ফরাসি এই প্রেসিডেন্ট কিছু ইঙ্গিত না দিলেও ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার তালিকায় প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলেউ এবং প্রাক্তন প্রেসিডেন্ট প্রার্থী ফ্রাঁসোয়া বায়রুর নাম উড়িয়ে দেয়া যাচ্ছে না।