একটি পতাকার জন্য
-বদরুজ্জামান জামান
.
একটি পতাকার জন্য –
আমরা হাতে তুলে নিয়েছিলাম অস্ত্র ,
একটি পতাকার জন্য –
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ,
একটি পতাকার জন্য –
অগণিত মা-বোনের সম্ভ্রমহানি’
একটি পতাকার জন্য –
মানুষের রক্তে আগুন জ্বলছিল ।
সাম্য-ন্যায়বিচার-মানবিক মর্যাদা প্রতিষ্ঠার
কাঙ্ক্ষিত লক্ষ্যে- যুদ্ধ, রক্ত, লাশ
আর ধ্বংসের কিয়ামত থেকে উত্থিত দেশ।
জন্মের ৫৩ বছর ,
স্বাধীনতার নামে গোলামীর জিঞ্জিরে বন্দি।
আগ্রাসীদের ষড়যন্ত্র আর উলঙ্গ রাজনীতির
যাঁতাকলে পিষ্ট দেশ দেশের মানুষ ।
রাষ্ট্রীয় হত্যা, সন্ত্রাস, গুম, খুন, লুটপাট, বিদ্রোহ,
স্বৈরশাসন, ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান
আর শান্তির নামে অশান্তির বিষবাষ্পে ৫৩ বছর।
এবার শান্তির খোঁজে, সম্প্রীতির খোঁজে,
সাম্যের খোঁজে, বৈষম্যের বিরুদ্ধে
২৪এর জুলাই আগস্ট বিপ্লব।
বিপ্লবের কাঙ্ক্ষিত গন্তব্য …?
নাকি বিপ্লবের বিজয় সূচনা সোপানে এখন সংশয় ?
অনিশ্চিত গন্তব্য নাকি ফ্যাসিবাদ ফিরে আসার পদধ্বনি।।
বৈষম্যের বিরুদ্ধে শান্তির খোঁজে
আবারো উলঙ্গ রাজনীতির নগ্ন উন্মাদনা।
ধেয়ে আসছে আগ্রাসীদের কালো থাবা
সাম্প্রদায়িক উন্মাদনা, অপপ্রচার
আর গুজবের কিস্তি খেউড়।
তবুও নির্লিপ্ত রাজনৈতিক প্রতিবাদ
কিংবা কৌশলী প্রতিশোধ ।
একটি পতাকার জন্য-
আমরা হাতে তুলে নিয়েছিলাম অস্ত্র।
আজ সেই পতাকা উগ্র ভারতীয়দের পদতলে পিষ্ট
মিডিয়াজুড়ে উলঙ্গ অপপ্রচারের পতিতাবৃত্তি ।
বিজয়ের উষালগ্নে পতাকার সম্মান রক্ষায়
সম্প্রসারিত বক্ষে আবার জেগে উঠো বাংলাদেশ।
জেগে উঠো হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খৃষ্টান
এদেশ আমাদের সকলের
এই পতাকা আমাদের সকলের
আমরা বাংলাদেশি দাঁড়ালে
আগ্রাসীদের ঠিকানা হবে বঙ্গোপসাগরে।