নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ফ্রান্স শাখার উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর বাংলাদেশ বিনির্মানে প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৪ মাচ) বিকেলে রাজধানী প্যারিসের একটি সেমিনার হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন- ফ্যাসিস্ট সরকার পতনের পর সুন্দর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের সংস্কারসহ সকল ভাল কাজে সহযোগিতা করতে হবে।
সংগঠনের ফ্রান্স শাখার সভাপতি শাহীন আহমদ মোড়লের সভাপতিত্বে এবং নুরুল গনি ও আশিকুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী অধিকার পরিষদের যুগ্নসাধারণ সম্পাদক মো. হায়দার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্নসাধারণ সম্পাদব খাইরুল আমীন, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের, সিনিয়র সাংবাদিক মাহবুব হোসাইন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ও মীর্জা গ্রুপের প্রতিষ্ঠাতা মীর্জা মাজহারুল ইসলাম, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্নসাধারণ সম্পাদক জুনেদ আহমদ, বিসিএফের প্রেসিডেন্ট এমডি নূর, এইড পয়েন্টের প্রতিষ্ঠাতা ফয়ছাল মাহমুদ, আইসা’র প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ কয়েস, জামান সিদ্দিক, সারওয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- ফ্যাসিজমের বিদায় হলেও এখন নতুন করে কেউ কেউ মাথা খাড়া করার চেষ্টা করছে। ফ্যাসিবাদিদের পালিয়ে যাবার চিত্র অনেকেই ভুলে গিয়ে ভুল পথে পা বাড়াচ্ছে। এগুলো কখনো সুফল বয়ে আনবে না। জুলাই বিপ্লবের ফসলকে যারা বিনষ্ট করতে চায়, এক সময় তারাই আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।