নিজস্ব প্রতিবেদক:
বাফেলোবাসীর প্রাণবন্ত উপস্থিতিতে গত ২০শে মার্চ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অফ বাফেলো, নিউইয়র্ক-এর ইফতার, দোয়া মাহফিল ও উপদেষ্টা মণ্ডলীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২০ আলেক্সান্দ্রার এভিনিউতে। বাফেলোর বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ ও কমিউনিটির সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দীয় সাধারন সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল । অনুষ্টানে সভাপতিত্ব করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাফেলোর সভাপতি মোক্তাদির হোসেন মিছবাহ। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক ফারুক আহমদ নাজমুল । অনুষ্টানে উপস্হিতির মধ্যে উল্লেখ যোগ্য বাংলাদেশের জনপ্রিয় নাট্য ব্যাক্তিত্ব টনি ডায়েস, জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলোর সভাপতি,সেক্রেটারী সহ অন্যান্য নেতৃবৃন্দ, সন্দ্বীপ এলায়েন্সের সভাপতি,গ্রেটার ঢাকার সভাপতি , গ্রেটার বরিশালের সভাপতি, গ্রেটার ময়মনসিং এর সভাপতি, ময়মনসিং বিভাগীয় সমিতির নেতৃবৃন্দ, মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটির নেতৃবৃন্দ, বিয়ানীবাজার সোসাইটির সভাপতি, গোলাপগঞ্জ সোসাইটির নেতৃবৃন্দ, ফেনঞ্চুগঞ্জ সোসাইটির নেতৃবৃন্দ, আমেরিকান বাংলাদেশ সোসাইটি অব বাফেলোর নেতৃবৃন্দ, দক্ষিন সুরমা সোসাইটির নেতৃবৃন্দ, বড়লেখা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন বাফেলো ইনক এর নেতৃবৃন্দ, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন বাফেলো ইউএসএ ইনক এর নেতৃবৃন্দ, শরিয়তপুর সোসাইটির নেতৃবৃন্দ, নোয়াখালী সোসাইটির নেতৃবৃন্দ, এই এফ বি সির সভাপতি, সিটি অব বাফেলোর অফিসিয়ালদের মধ্যে উল্লেখযোগ্য এরি কাউন্টি লেজিসলেটর দুপ্রে, বাফেলো পুলিশ লেফটেনেন্ট পিটলিংটন, সাহী চৌধুরী, ব্যারিষ্টার থ্যানন রিজভী, সাংস্কৃতিক সংগটন উঠানের কর্মকর্তা বৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উল্লেখ্য এডভোকেট শহীদুল্লাহ সহ বাফেলোর অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ি, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। প্রায় চারশত লোকের প্রানবন্ত উপস্হিতি ছিল লক্ষ্য করার মতো।
কেন্দ্রীয় সেক্রেটারী ময়নুল হক চৌধুরী হেলালের উপস্হিতি ছিল অনুষ্টানের বাড়তি আকর্ষন। ইফতার মাহফিল পূর্বে কেন্দ্রীয় সেক্রেটারী ময়নুল হক চৌধুরী হেলাল গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অফ বাফেলো, নিউইয়র্ক এর উপদেষ্টাদের পরিচিত করান এবং সার্টিফিকেট প্রদান করেন। কার্যকরী কমিটির নেতৃবৃন্দ মইনুল হক চৌধুরী হেলাল সহ সকল উপদেষ্টাদের ফুল দিয়ে বরন করেন, এছাড়াও কেন্দ্রীয় সেক্রেটারী ময়নুল হক চৌধুরী হেলালকে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য ইফতারে মহিলাদের জন্য আলাদা রুমে ইফতারের আয়োজন করা হয়।
ভবিষ্যতে বাফেলোবাসীকে নিয়ে আরও সুন্দর ও আরও বৃহৎ অনুষ্ঠান আয়োজনের এবং বাফেলোবাসী ভ্রাতৃত্ববোধ স্থাপনের প্রত্যাশা জানিয়ে অনুষ্টান সমাপ্ত হয়।এ বিশাল অনুষ্ঠানটি যেন বাফেলোবাসীর একটি মিলন মেলায় পরিনত হয়।