নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশি সংস্কৃতি ও বর্ষবরণ উৎসবকে সামনে রেখে সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি’র আয়োজনে “বৈশাখী হাওয়ায় হাওয়ায়” নামের বর্ষবরণ উৎসব ও বাংলার মেলা এবার নতুন জায়গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক সংস্থা স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্বঘোষিত জোরেস পার্ক এর পরিবর্তে মেলাটি এবার Place des Fêtes, 75019 Paris-এ অনুষ্ঠিত হবে।
আগামি ২২ জুন রবিবার, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠেয় মেলাটি বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, মঞ্চনাটক, গানের ঝলক ও বাংলাদেশি খাবারের স্টল নিয়ে সাজানো হয়েছে। এবারের আয়োজনকে ঘিরে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বাংলা সংগীত ও বিনোদন জগতের জনপ্রিয় শিল্পীরা। যাদের মধ্যে রয়েছেন সেলিব্রিটি গায়িকা ও অভিনেতা-অভিনেত্রীরা। এ ছাড়া থাকছে ডিজে পারফরম্যান্স, নৃত্য পরিবেশনা ও নানা চমক।
স্থান পরিবর্তনের বিষয়ে আয়োজক সংস্থা জানিয়েছে, দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভেন্যু Place des Fêtes সহজেই মেট্টো ১১, মেট্টো 7bis এবং একাধিক বাসলাইন (60, 20, 48) দ্বারা সহজে পৌঁছানো যায়।
এই উৎসব প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলেও মনে করছেন আয়োজকরা।
স্থান ও সময়:
📍 Place des Fêtes, 75019 Paris
🕛 সময়: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা
🗓️ দিন: রবিবার, ২২ জুন ২০২৫