শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

সাংবাদিক মাজহারুল ইসলামের মাতার মৃত্যুতে মিলাদ মাহফিল





স্টাফ রিপোর্টার:

ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, ফ্রান্স দর্পণ পত্রিকার চীফ রিপোর্টার  সাংবাদিক মাজহারুল ইসলামের মাতা আমেনা খাতুনের মৃত্যুতে প্যারিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রহিম, রেজাউল করিম রেজা, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এম এ  শহীদ,  এস এ টিভি ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমু সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক,সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এ ছাড়াও অসংখ্য প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসল্লিয়ান অংশ নেন ।
ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও হবিগঞ্জ জেলাবাসী এ মিলাদ মাহফিলের আয়োজন করে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট সাংবাদিক মাজহারুল ইসলামের মাতা আমেনা খাতুন বার্ধক্যজনিত কারনে দেশে হবিগঞ্জের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।  মৃত্যু কালে তিনি ৪ পুত্র ও ৩ কন্যা, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পত্রিকা পরিবারের শোক প্রকাশ :
মাজহারুল ইসলামের মাতার মৃত্যুতে পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন  ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ সামিরা এবং ফ্রান্স দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম বার্তা সম্পাদক মামুন মাহিন স্টাফ রিপোর্টার কায়সার আহমেদ, আব্দুল কাইয়ুম,  আহমেদ সোহেল ।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমা আমেনা খাতুনের বৈদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: