জানালার ঝিল
ফায়সাল আইয়ূব
একটি জানালা দিয়ে অনায়াসে দেখা যায় সামান্য আকাশ
এক দানা ছিদ্র দিয়ে আলোর লাটিম আসে ঘরের ভিতর
প্রত্যেক প্রাণীর মাঝে যুগপৎ বাস করে ভালো ও ইতর
প্রতিটি জীবন জুড়ে শান্তির তাগিদে থাকে অশান্তির বাস।
কেবল বাহির নয়, ভিতরও গোচর হয় জানালা খুললে
চোখ তো দেখে না শুধু, চোখ দেখে মজে কতো রূপের পাগল
রূপ তো দেহের আলো, আলোক বিরোধী তাতে দেবেই আগল
ভিতর বাহির দেখা সরল সহজ হয় পর্দাটা তুললে।
জগৎ দেখতে হলে দুয়ার খুলতে হয়; জানালা চৌকোনা
জানালার আকাশটা লোহার গরাদে মোড়া, হোক তা সুনীল
সদর-দুয়ার খুলে যেতে হবে সব ভুলে, জানালার ঝিল
তা না-হলে পৃথিবীটা আজীবন থেকে যাবে সবার অজানা!
দেহের জানালা চোখ, ঘরের জানালাগুলো চোখের মতন
প্রতিদিন শুধু নয়, প্রতিক্ষণ নিতে হয় চোখের যতন।
আগস্ট ২৩, ২০২৫ ।। লন্ডন।