শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আমি সব লিখে রেখে যাবো




এ কে শেরাম

 

আমরা মানুষেরা
চিরকালই দাবি করেছি আমাদের শ্রেষ্ঠত্ব।
আমরা প্রভুত্ব করেছি সর্বত্র,
সবুজ বন ও নিসর্গকে ধংস করেছি
প্রকৃতিকে করেছি খর্বকায়,
পশু পাখি সমস্ত কিছুকে বলি দিয়েছি
আমাদের ভোগ ও লালসার যূপকাষ্ঠে।
আমি এর সবকিছু লিখে রেখে যাবো আগামীর জন্যে।

আমরা মানুষেরা
চিরকাল দখল করেছি
লোপাট করেছি খাল-বিল, নদী-জলাশয়;
আমরা করায়ত্ত করেছি
সমস্ত প্রান্তর, দিগন্ত থেকে দিগন্ত,
সুনীল সমুদ্র থেকে নিঃসীম নীলিমা।
এই সব কথা আমি লিখে রেখে যাবো আগামীর জন্যে।

মানুষেরা বড়োবেশি ঈর্ষাকাতর, বড়োই হিংসাপ্রবণ;
স্বভাবে-চরিত্রে আত্মঘাতি তারা।
মানুষই ক্ষতি করে মানুষের
নিজেরাই ষড়যন্ত্র করে নিজেদের বিরুদ্ধে;
মানুষ অস্ত্র বানায়, অস্ত্র শানায়,
নিজেদেরই জ্ঞাতি ও স্বজনকে হত্যা করতে,
মানুষই দাঁড়িয়েছে আজ মানুষের বিপক্ষে।
হিংসা-দ্বেষ, সন্দেহ-অবিশ্বাস,
এরকম অসংখ্য গোপন ভাইরাস
আমরা মানুষেরাই ছড়িয়ে দিয়েছি আমাদের মাঝখানে।
আমি এই কথাগুলোই লিখে রেখে যাবো আগামীর জন্যে।

আগামীর মানুষেরা, তোমরা শোনো,
এই অসীম আকাশ একদিন হরিণী-চোখের মতো সুনীল ছিল,
এই নদী-জলাশয় ছিল টলটলে স্বচ্ছ জলের;
কিন্তু মানুষের লোভের আগুনে পুড়ে পুড়ে
আকাশ কিংবা জলাশয় এখন ধূলায়-ধোঁয়ায় মলিন।
আগামীর মানুষেরা জানুক,
কেমন ছিল তাদের পূর্বপুরুষ
কেমন ছিল আজকের এই পৃথিবী।

আমি তাই সব লিখে রেখে যাবো আগামীর জন্যে।

###

সিলেট।। ১৩ এপ্রিল ২০২০।।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: