একগুচ্ছ হাইকু
মো. মুহাইমীন আরিফ
(১)
রোদের ঢেউ
সোনালি সরিষায়
মৌচাকে কেউ
(২)
কাদায় বোনা
আটপৌরে চাদরে
দেহ মলাট
(৩)
লেবুর পাতায়
শিল্পীর তুলি আঁকে
গন্ধের ছবি
(৪)
মৌমাছি মন
ভালোবাসে তোমার
পুষ্প সৌরভ
(৫)
সাদায় মোড়া
সাড়ে তিন ঠিকানা
আত্মার ডেরা
(৬)
সদা চঞ্চল
যাযাবর এ মন
চড়ুই পাখি
(৭)
ভিঞ্চি পিকাসো
ষাঁড়াষাঁড়ির বানে
বিমূর্ত আঁকে?
লেখক : কবি ও অধ্যক্ষ -রয়েল এমসি একাডেমি।