শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নষ্ট জন্মের হাঁকডাক




নষ্ট জন্মের হাঁকডাক
বদরুজ্জামান জামান

রাজনীতির দুই-ই  আবর্জনাস্তূপে-
আমরা ৫৩ পেরিয়ে আজ ৫৪ তে।
কি ভয়ংকর দুর্গন্ধে আষ্টেপৃষ্ঠে বাঁধা নাগরিক জীবন ।
ষড়যন্ত্রের দুর্বিষহ ফাঁদ পেতে রাখে আগ্রাসী কমবখ্ত,
আবর্জনার এপিঠ ওপিঠ বিমুগ্ধ গন্ধে বাজে আগ্রাসীপ্রাণ ।
কি অদ্ভুত এক বিমূর্ত প্রতিকে তারা একাকার !

স্বরুপে উদ্ভাসিত নষ্ট জন্মের হাঁকডাক
শুধু খোলস বদলে দুর্বৃত্তায়ন থেকে দুর্বৃত্তায়ন ।
তাদের দেশপ্রেম ও স্বজাত্যপ্রীতি কিনে নেয়
আগ্রাসীরা একেবারে নুনের দামে
আর পিতা পিতামহের পরিচয় ভুলে
কত সহজে জারজ পরিচয়ে গর্বিত হয় ক্ষমতার মোহে।
ভাগ্যের ক্রীড়ানক দেশের বহু মানুষ এখনো
ফুলের তোড়া হাতে পূজা দেয় মনুষ্য শয়তানের পায়ে।

আফসোস-
বারবার দালাল, বেইমান আর জারজদের
হাতে আমরা তুলে দেই শহীদের রক্ত ভেজা এই দেশ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: