নজমুল হক:
প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে সংগঠিত হলো একদল উদ্যমী মানুষ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে সম্প্রতি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলামের অনুমোদনের মাধ্যমে জুলাই গনঅভ্যুত্থান-২৪ স্মরণে ২৪ বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কবি সোহেল আহমেদ।
সহ-সভাপতি হয়েছেন চৌধুরী রেজাউল হায়দার, জাকির খান এবং দেলোয়ার হোসেন লিপু।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক নজমুল হক।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ময়নুল হক, রুজি বেগম ও নাজমুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ আজিজুল হক , আর কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন জুবেল আহমেদ।
প্রচার সম্পাদক হয়েছেন জামিল আহমেদ, সহ-প্রচার সম্পাদক জামিল আহমেদ রায়হান। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন ইসরাত ফ্লোরা (সহ সভাপতি পদমর্যাদা) এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক আরিফ আহমেদ। শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হয়েছেন নাঈম আহমেদ। আইন ও অভিবাসন বিষয়ক সম্পাদক হয়েছেন জায়িমা নাহিয়ান খন্দকার। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন জাহেদুল জুনেদ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হয়েছেন মিজান আলম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তাজউদ্দিন (উপদেষ্টা পদমর্যাদা), মহিউদ্দিন সোহেল (সন্মানিত), সোহেল আহমেদ (সন্মানিত), সাকিবুর রহমান লাভলু (সন্মানিত), ফয়েজ আহমেদ এবং ফখরুল ইসলাম।
কমিটি গঠনের মাধ্যমে ফ্রান্সে নজরুল চর্চা ও প্রচারের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু একটি নাম নয়, তিনি এক অনন্ত চেতনা। তাঁর সাহিত্য, সংগীত, মানবতাবাদী দর্শন ও প্রতিবাদী মনোভাব প্রবাসী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই সেন্টারের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফ্রান্সে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের কাছে নজরুলকে নতুনভাবে উপস্থাপন এবং তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেই গঠিত হলো এই পূর্ণাঙ্গ কমিটি।
কমিটি অনুমোদনের পর প্রবাসীরা জানিয়েছেন, এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে নজরুলকে পরিচিত করার ক্ষেত্রেও এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।