নিজস্ব প্রতিবেদকঃ
ফ্রান্সে ঈদের জামায়াতের অনুমতি দিয়েছে সরকার। করোনা ভাইরাসের কারণে প্রায় আড়াই মাস থেকে বন্ধ ছিল মসজিদগুলো।
ফরাসী গণমাধ্যম ও প্রশাসনিক সূত্র মতে, সামাজিক দূরত্ব মেনে এখন থেকে মসজিদে নামাজ পড়া যাবে। ফলে এবারের ঈদুল ফিতরের নামাজ পড়া নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি কেটে গেল। তবে প্রশাসন থেকে মসজিদ কর্তৃপক্ষকে আরও কিছু শর্তারোপও দেয়া হয়েছে।
বিষয়টি শুক্রবার সন্ধ্যায় ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী এক বৈঠক শেষে এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।