নিজস্ব প্রতিবেদকঃ
ইউরোপ রেসিডেন্সধারী যেসব বাংলাদেশেী দীর্ঘদিন যাবৎ দেশে আটকা পড়ে আছেন তাদের জন্য আরেকটি স্প্যাশাল ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামি ২৮ মে ফ্লাইটটি ঢাকা ছাড়বে।
যদি বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চান তাহলে ২৮মে একটি ফ্লাইট ঢাকা কলম্বো- কলম্বো থেকে দোহা থেকে ইউরোপ যাবে যারা যারা যেতে ইচ্ছুক তারা ফ্রান্স এম্বাসি এবং অস্ট্রেলিয়ান এম্বাসির সাথে যোগাযোগ করুন।খেয়াল করবেন এই ফ্লাইটটি অরগানাইজ করছে অস্ট্রেলিয়ান এম্বাসি । বাংলাদেশে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের নাগরিক তারা দীর্ঘদিন যাবত আটকা পড়ে আছেন তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে ।
যেহেতু যাত্রী পর্যাপ্ত নয় সেজন্য তারা ফ্রান্স এম্বাসিকে অনুরোধ করেছে আপনাদের যদি কেউ থেকে থাকে ইউরোপিয়ান যাত্রী তাহলে আমাদের সাথে যেতে পারে কিন্তু থেকে ২৮ তারিখে ফ্লাইট যাবে+অস্ট্রেলিয়ান এই ফ্লাইটটি তে ইউরোপ যাত্রীরা শুধু কলম্বো পর্যন্ত যাবেন তারপর তারা কলম্বো থেকে দোহা-দোহা থেকে প্যারিস।