দেশে একটি ভালো চাকরি থাকলে বিদেশে যাবেন না ৯৯ শতাংশ সম্ভাব্য অভিবাসী। এছাড়া ৩৮ শতাংশ বলেছেন, আইনের উন্নতি হলে তারা দেশে থাকবেন। ৩৬ শতাংশ উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং ২৯ শতাংশ আরও সুলভ স্বাস্থ্যসেবা পেলে বিদেশে যাবেন না বলে জানান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ‘বাংলাদেশ : সার্ভে অন ড্রাইভারস্ অব মাইগ্রেশন অ্যান্ড মাইগ্রেন্টস্ প্রোফাইল’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য এসেছে। গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে ৬৪ জেলায় ১১ হাজার ৪১৫ জন সম্ভাব্য অভিবাসীর সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, মূলত পাঁচটি কারণে জনগণ দেশের বাইরে যেতে চায়- জীবিকার অভাব, অপর্যাপ্ত উপার্জন, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সেবার অভাব এবং সীমিত সামাজিক সুরক্ষা ব্যবস্থা।
আরও জানানো হয়, দেশে প্রতি বছর ২২ লাখেরও বেশি তরুণ শ্রমবাজারে আসে। তাদের সবার কর্মসংস্থান হয় না। এ কারণে তারা বিদেশমুখী।
অভিবাসন প্রত্যাশীদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হল সৌদি আরব। মাত্র ১ দশমিক ৪ শতাংশ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যেতে চান। বাকিদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যে যেতে চান।