নিজস্ব প্রতিবেদক:
ফ্রান্সে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় অনেক কিছুই সহজ করে দেয়া হয়। তেমনি গত মধ্য জুন থেকে ফ্রান্সের এয়ারপোর্ট থেকে বিমানে আগত যাত্রীদের করোনা টেস্ট তুলে নেয় দেশটি।
কিন্তু ঝুকিপূর্ণে থাকা দেশের যাত্রীরা ইতালিসহ পাশ্ববর্তি দেশগুলোতে করোনা নিয়ে প্রবেশ করায় ফ্রান্সের এয়ারপোর্টে আবারও করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
এখন থেকে ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে ফ্রান্সে অাসা সকল নাগরীককে বিমান থেকে নামার পরপরই এয়ারপোর্টে বাধ্যতামূলক করোনা টেস্ট করা হবে । এ জন্য ফ্রান্সের এয়ারপোর্টগুলোতে করোনা টেস্টের সকল প্রস্তুতি নেয়া হয়েছে । করোনা টেস্ট ছাড়া কাউকেই ফ্রান্স এয়ারপোর্ট থেকে বের হতে দেয়া হবে না মর্মে সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
এদিকে, ফ্রান্সে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হতে চললেও ইতোমধ্যে ৩০ হাজার মানুষ মারা গেছেন। আগামি আগস্ট পর্যন্ত চলমান পরিস্থিতির ধারাবাহিকতা থাকলে ফ্রান্স পুরোপুরিই স্বাভাবিকের দিকে যাবে বলে মনে করছে দেশটির স্বাস্থ্য বিভাগ।