সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

তানভীর আহমদ তোহা’র কবিতা ‘যাযাবর’




যাযাবর
তানভীর আহমদ তোহা  
অচেনা পথে খুজে ফেরি  চেনা ঘর ,
মম ছায়া হেঁসে বলে উঠে; কী বলে যাযাবর?!
ভূপেন হাজারিকা পদচিহ্ন এঁকেছেন
 অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে শিকাগোর প্রতিটি পথে  ;
আপন অবয়ব ক্লান্ত হয়েছে ভেলেতা থেকে ফ্রাংকফ্রুট হয়ে লিসবনে!
অন্নদাশঙ্কর রায়ের সপ্নপুরীতে চলতে ফিরতে  যাচ্ছি পেয়ে ল্যামপোষ্টের আলোর  নগ্ন ছাই   ,
ভূূপেন হয়েই আমি আর্তুর র‍্যাঁবো সমাধিতে বসে নজরুলের সাম্যর গান গাই!
অচেনা নগরে অচেনা সব আপন-পর,
এই তো জীবনের জয়গান যাচ্ছে গেয়ে যাযাবর!

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: