শনিবার, ১ এপ্রিল ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আশরাফ হাসান’র কবিতা




শিল্পময় বেদনাভার

একটি রাত শুধুই আত্মসমর্পণের
শুধুই প্রেম অবিনশ্বরতায়
পরম সুন্দরের

শিল্পময় সকল বেদনাভার
পদতলে তাঁর

প্রজ্ঞার চোখ ক্লান্ত যেখানে
আত্মনিবেদন
করে অভিষেক
সেই অন্তহীন প্রেমযাত্রার l

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: