ফেসবুকে তিনবার ‘আলহামদুলিল্লাহ’ লিখলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সঙ্গে ভালোবাসার এক হালি ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি!
তার হঠাৎ এমন পোস্ট নিয়ে রহস্যের দানা বেঁধেছে ভক্ত-অনুরাগীদের মাঝে। অনেকেই সুখবরের আশায় আছেন।
তবে মাহি জানালেন তেমন কিছুই নয়। ফেসবুকে ইউজার নেমে স্বামীর নাম জুড়ে দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ লিখেছেন তিনি।
শনিবার ফেসবুকের ইউজার নেমে পরিবর্তন আনেন মাহি। নিজের নাম মাহিয়া মাহির সঙ্গে স্বামীর নাম জুড়ে দিয়ে মাহিয়া সরকার মাহি বনে যান।
এর পর ফেসবুকে স্বামীর সঙ্গে সদ্য তোলা তিনটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন— ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার এক হালি ইমোজি!
বিষয়টি নিয়ে এ নায়িকা জানান, নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ নামটি যোগ করেছেন। সেই খুশিতেই তিনবার আলহামদুলিল্লাহ লিখেছেন। প্রকাশ করেছেন দুজনের ভালোবাসাময় নতুন তিনটি ছবি।