শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চল্লিশেও সুইট সিক্সটিন পায়েল!




পায়েল সরকার টলিউডের নাম করা অভিনেত্রী। পায়েল সরকারের নাম এখন মিডিয়া পাড়াতে বেশ পরিচিত নাম। দাপিয়ে বেড়াচ্ছেন এপার-ওপার বাংলার সিনেমায়। জিৎ, দেব, বাংলাদেশের সাকিব খানের বিপরীতেসহ কাজ করেছেন অনেক স্টারের কাছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে আবেদনময়ী হিসেবে পায়েলের একটি ছবি ভাইরাল হয়ে যায়। এতে পায়েলকে বেশ তরুণী লাগছে। কেউ ছবি দেখে ভাবতেই পারবে না বয়সের কোটা।

আকর্ষনীয় এই অভিনেত্রী পা দিয়েছেন ৪১ এর ঘরে। কিন্তু তার ছবি দেখে সুইট সিক্সটিন ছাড়া আর কিছু বলার উপায় নাই। তার হাসি, কথা বলার ভঙ্গিমা যেন ভক্তদের হৃদয়ে আরো যায়গা করে নেয় জোরালো ভাবে। পায়েল ১৯৮০ সালের ১০ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে ডিগ্রী অর্জন করেন।

সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে রাজ চক্রবর্তী সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। দেবের সঙ্গে তাঁর ছবি ‘আই লাভ ইউ’ তো এখনও ভোলা যায় না। তেমনই জনপ্রিয় হয়েছিল, ‘চতুষ্কোণ’-এ তাঁর অভিনয়। তার আরো উল্লেখ করার মতো ছবিগুলো হলো- বোঝেনা সে বোঝেনা, একটি আষাড়ে গল্প, যমের রাজা দিল বর, ভাইজান এলো রে ও জামাই বদল।

 

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: