সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সংগীতে রিয়্যালিটি শো কন্যাদের আধিপত্য




বিনোদন প্রতিনিধি,
663
এরই মধ্যে দেশে বেশ কিছু সংগীত রিয়্যালিটি শো অনুষ্ঠিত হয়েছে। এসব রিয়্যালিটি শোর মাধ্যমে অনেক শিল্পী উঠে এলেও তা নিয়ে প্রশ্ন ও বিতর্কও কম তৈরি হয়নি। তবে সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে দেখা যাচ্ছে সংগীতাঙ্গনে এখন রিয়্যালিটি শো তারকাদের প্রভাব কম নয়। বিশেষ করে চলতি প্রজন্মের চাহিদাসম্পন্ন অনেক নারী শিল্পীই রিয়্যালিটি শো থেকে আসা। ন্যানসি, কনা ও মিলা পরবর্তী সময়ে রিয়্যালিটি শো থেকে আসা কয়েকজন নারী সংগীতশিল্পী এরই মধ্যে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। শুধু তাই নয়, ধারাবাহিকভাবে জনপ্রিয় গানও উপহার দিয়ে আসছেন কেউ কেউ। অ্যালবাম, স্টেজ ও প্লেব্যাকে নিয়মিত গান করে যাচ্ছেন এসব রিয়্যালিটি শো থেকে আসা গায়িকারা। এ তিন মাধ্যমেই রিয়্যালিটি শো থেকে আসা নারী শিল্পীরা আধিপত্য বিস্তার করেছেন। অডিও ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ হলেও এসব শিল্পীর মাধ্যমে গত কয়েক বছরে বেশ কিছু ব্যবসা সফল অ্যালবাম পাওয়া গেছে। জনপ্রিয় গানের দিক দিয়েও এসব শিল্পী তুলনামূলকভাবে এগিয়ে। পাশাপাশি প্লেব্যাকেও নিজেদের প্রমাণ করে চলেছেন তারা। এসব নারী শিল্পীর মধ্যে অনেকটা ধূমকেতুর মতো করেই যার সংগীতাঙ্গনে আগমন তিনি হলেন চ্যানেল আই ক্ষুদে গানরাজ থেকে আসা শিল্পী পড়শী। ক্ষুদে হিসেবে শুরু করলেও নিজের প্রথম একক ‘পড়শী’র মাধ্যমে বড় চমক তৈরি করেন এ তারকা। এখন পর্যন্ত তার প্রকাশিত তিনটি অ্যালবাম থেকে উল্লেখযোগ্যসংখ্যক গান জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি নিয়মিত সিনিয়র ও তরুণ প্রজন্মের সুরকারদের সুরে প্লেব্যাক করে চলেছেন পড়শী। স্টেজ শোতে চলতি প্রজন্মের মধ্যে ব্যাপক ব্যস্ত সময়ও পার করছেন তিনি। এদিকে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে যাত্রা শুরু বাঁধন সরকার পূজার। প্রথম অ্যালবামের মাধ্যমে সফলতা না পেলেও পরে নিজের দ্বিতীয় একক ‘পূজা’র মাধ্যমে শিল্পী হিসেবে গ্রহণযোগ্যতা তৈরি করেন তিনি। গেল বছরই তার তৃতীয় এককও শ্রোতা মহলে প্রশংসিত হয়। ফুয়াদ আল মুক্তাদির, বালাম, বাপ্পা মজুমদার, আরফিন রুমি, ইমরান, বেলাল খানদের মতো শীর্ষ সুরকারদের সঙ্গে কাজ করে গত দুবছরে রিয়্যালিটি শো তারকাদের মধ্যে সর্বাধিক শ্রোতপ্রিয় গান উপহার দিয়েছেন পূজা। পাশাপাশি স্টেজ ও প্লেব্যাকও করছেন নিয়মিত। সংগীত প্রতিযোগিতা ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এর মাধ্যমে সংগীতে যাত্রা শুরু সানিয়া সুলতানা লিজার। এরপর স্টেজ, অ্যালবাম ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এর মধ্যে দুটি একক প্রকাশ পেয়েছে লিজার। নিয়মিত স্টেজ ও প্লেব্যাক করার পাশাপাশি তার উপস্থাপনায় বিভিন্ন চ্যানেলে প্রচার চলতি রয়েছে কয়েকটি মিউজিক্যাল অনুষ্ঠান। চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতা থেকে আসা গায়িকাদের মধ্যে ঝিলিক নিজের ভার্সেটাইল গায়কীর কথা জানান দিয়েছেন প্রকাশিত তিনটি অ্যালবামের মাধ্যমে। বর্তমানে স্টেজ ও প্লেব্যাক নিয়ে ব্যস্ত তিনি। একই প্রতিযোগিতা থেকে আসা কোনাল ব্যস্ত রয়েছেন নতুন অ্যালবাম ও স্টেজ শো নিয়ে। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকে আসা বিউটি ও সালমা ফোক ও লালনের গানে নিজেদের প্রমাণ করেছেন। বেশ কয়েকটি অ্যালবামের মাধ্যমে ধারাবাহিকভাবে শ্রোতপ্রিয় গান উপহার দিয়েছেন তারা। এখন স্টেজ নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন বিউটি। অন্যদিকে দুটি একক অ্যালবামের কাজ করছেন সালমা। একই প্রতিযোগিতা থেকে আসা পুতুল শুধু গেয়েই নন, গান কম্পোজিশনের ক্ষেত্রেও নিজেকে প্রমাণ করেছেন। নিজের সুর-সংগীতে চারটি একক প্রকাশ করেছেন পুতুল। পাশাপাশি উপস্থাপনা ও স্টেজেও ব্যস্ত এ রিয়্যালিটি শো তারকা। ভিন্নধর্মী গায়কী ও স্টাইলের মাধ্যমে চ্যানেল আই ক্ষুদে গানরাজ থেকে এসে সংগীতাঙ্গনে চমক তৈরি করেন নাওমি। এরই মধ্যে কয়েকটি জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। এখন নতুন গান, প্লেব্যাকে ব্যস্ত এ শিল্পী। চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতা থেকে আসা মৌমিতা তাশরিন নদী নিজের ভার্সেটাইল গায়কীর জন্য এরই মধ্যে প্রশংসিত হয়েছেন শ্রোতা মহলে। পাওয়ার ভয়েজ প্রতিযোগিতা থেকে অল্প সময়ের মধ্যেই সংগীতের প্রতিটি মাধ্যমেই ব্যস্ত এখন জাকিয়া সুলতান কর্নিয়া। এর বাইরে শশী, রন্টি দাশ, বিউটি দাশ, নিশিতা বড়ুয়া, চৈতি মুৎসুদ্দি, বৃষ্টি মুৎসুদ্দি, লোপা হোসেন, আয়েশা মৌসুমি, রেশমা সুইটি, নুসরাত প্রান্তিসহ বিভিন্ন রিয়্যালিটি শো থেকে আসা নারী শিল্পীরা নিয়মিত প্লেব্যাক, অ্যালবাম ও স্টেজে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন। রিয়্যালিটি শো কন্যাদের এ আধিপত্যকে পুরো সংগীতশিল্পের জন্য একটি ইতিবাচক দিক হিসেবেই মনে করছেন সংগীতবোদ্ধারা। কারণ ন্যানসি, কনা ও মিলা-পরবর্তী এসব শিল্পীর ওপর নির্ভর করছে বর্তমান ও ভবিষ্যৎ সংগীতের অনেক কিছু। সঠিক পথে চললে এসব শিল্পীর মাধ্যমে দেশে ও দেশের বাইরে বাংলা গান প্রতিষ্ঠিত হবে আপন উচ্চতায়, এমনটাই মনে করছেন সংগীতবোদ্ধারা।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: