পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার সর্বস্তরের জনসাধারণ এবং সিলেট সহ দেশবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।
মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই দিনটি মুসলমানদের আনন্দ ও খুশির দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাধ্যে। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ। বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্য-েপবিত্র ঈদুল ফিতরে এ প্রত্যাশা কামনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
পরিশেষে আবারও সবাইকে তিনি ঈদ মোবারক জানান।