নিজস্ব প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়নের ফ্রান্স প্রবাসীদের সংগঠন জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার প্যারিসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সাধারণ সভা ও ইফতার মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি অসীত বরণ তালুকদারকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শাহ সুহেল আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে পুননির্বাচিত করে অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। গঠিত আংশিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহসভাপতি বুরহান উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবু বক্কর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ জামিল হোসেন শিমু ও প্রচার সম্পাদক রুহেল আহমদ। নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।
এর আগে অনুষ্ঠিত সাধারণ সভাও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. রুবেল আহমদ। আহ্বায়ক কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন তালুকদারের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু বক্কর আহমদ। আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি অসীত বরণ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক শাহ সুহেল আহমদ, বুরহান উদ্দিন চৌধুরী, শামীম আহমদ, আবু বক্কর আহমেদ, জামিল হোসেন শিমু, সৈয়দ রুহুল আমীন, রানা, রুহেল আহমদ, কামরুল ইসলাম ফুজায়েল, নাজিম আহমদ, কামরুল ইসলাম, রুম্মান আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন- জালালপুরের নিজস্ব গৌরবোজ্জল ইতিহাস ঐতিহ্য রয়েছে। সে ইতিহাসকে ধরে রাখতে হবে। জালালপুরের শিক্ষা, সমাজ উন্নয়নে প্রবাসীদের অনেক ভূমিকা রয়েছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখা আমাদের কর্তব্য।