আত্মিক প্রশান্তির তীব্র অনুভূতি
বদরুজ্জামান জামান
.
আত্মিক প্রশান্তির তীব্র অনুভূতি…
চোখের জলরাশি মুছে চোখের পাতায়
নিয়ে এলাম স্মৃতিস্বর্গ
আমার জীবন বয়ে যাক অনন্তধ্যানী স্বর্গের পথে।
জাগতিক জীবনে প্রাপ্তির শিখর
লক্ষ-যোজন দূর বেয়ে
যে মস্তক লুটিয়ে পড়তো অদৃশ্য নিশানায়
কালো চাদরে মোড়ানো সে ঘরে মস্তক লুটিয়ে
অশ্রুরাশিসিক্ত ও আত্মিক প্রশান্তির
এক তীব্র অনুভূতি আমার মননে এখন।
ক্ষুধা আর পিপাসার তীব্রতা মুছে দিত স্বর্গের অনন্তবাহি যে জলধারা
সে জলের তীব্র পিপাসা আমার আজন্মের।
আমি জানি, আমার পদছাপ মুছে যাবে হয়তো মুছে গেছে
আমার হৃদয় আর চোখের স্মৃতিস্বর্গ অনন্ত পথের দিশারী
পরিশুদ্ধির এই ক্ষণ অনন্ত পথের দিশায় আত্মশুদ্ধির প্রাত্যহিক সবক হোক।